সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
জুড়ীর লোকালয়ে নামছে ঝাঁকে-ঝাঁকে বানর। ফসল রক্ষায় উদ্বিগ্ন প্রান্তিক কৃষক।
এম রাজু আহমেদ.জুড়ী♦ খাদ্যের সন্ধানে ঝাঁকে-ঝাঁকে বানরের দল লোকালয়ে ছুটে এসে হানা দিচ্ছে বিভিন্ন বাড়ী-ঘরে। ধান, শাকসবজিসহ ক্ষেতের ফসল, কাঁচা-পাকা ফলমূল এমনকি বাড়ীর আঙ্গিনা ও আশ-পাশে লাগানো শাকসবজি খেয়ে সাবাড় করে দিচ্ছে, এসব বানরেরা।
চাষাবাদের ফসল ছাড়াও সুযোগ পেলে ওই বানরগুলি ঘরের রান্না করা খাবারও খেয়ে ফেলে বলে জানা যাচ্ছে। বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে অনেক চাষিরা ফসল রক্ষায় পাহারা দিচ্ছেন, আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে চাষাবাদ থেকে বিমুখ হয়ে গেছেন।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন, গোয়ালবাড়ী ইউনিয়ন, ও জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এসব তথ্য জানা যায়। সরেজমিন কিছু বানরের উপস্থিতিও দেখা যায় গাছগাছালিতে।
উপজেলার ক্ষতিগ্রস্ত চাষীরা প্রভাতবেলাকে জানান, বানরগুলি প্রায় বছর খানেক থেকে খুব বেশী উৎপাত করতেছে, যা অতীতে এরূপ ছিলো না।
দিনদিন বন উজাড় হয়ে যাওয়াতে, বানরেরা খাবার না পেয়ে লোকালয়ে ছুটে আসছে। এ উপজেলা, কমলা, কাঁঠাল, আনারস, জাম্বুরা, লটকনসহ বিভিন্ন ফলে বিখ্যাত। এখানকার ফল দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা পাইকারি দামে ক্রয় করতে আসেন। এসব ফল দেশের ফলের চাহিদা মেটাতে যথেষ্ট ভূমিকা রাখে।
কিন্তু, বানরের এসব হামলা অব্যাহত থাকলে, কৃষিপণ্য উৎপাদনে ব্যাঘাত ঘটবে। প্রশাসনের সহযোগিতা চেয়ে স্থানীয়রা আরও জানান, একদিকে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে মানুষ বাঁচার জন্য সংগ্রাম করছে, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষেতের ফসল বানরের উৎপাতে বিনষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি