থানা থেকে পালানো সেই নারী গ্রেফতার

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

থানা থেকে পালানো সেই নারী গ্রেফতার
প্রভাতবেলা ডেস্ক:রাজধানীর আদাবর থানার হেফাজত থেকে পালানো মাদক মামলার নারী আসামি লাবনী আক্তারকে (২০) অবশেষে ১৭ ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টায় কেরানীগঞ্জের মধূ সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে আদাবর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের অসতর্কতায় থানা হেফাজতে থাকা মাদক মামলার নারী আসামি ভোর সোয়া ৫টার দিকে কৌশলে থানা থেকে পালিয়ে যায়। পরে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশনের) নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকা এবং সাভার, হেমায়েতপুর, বসিলার মধু সিটিসহ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। অবশেষে ১৭ ঘণ্টা পরে আমরা আসামিকে কেরানীগঞ্জের মধু সিটি এলাকা থেকে ফের গ্রেফতার করা হয়।

 

এর আগে শুক্রবার আদাবর থানার শেখেরটেক ১২ নম্বর রোড থেকে ২০ পিস ইয়াবাসহ লাবনী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা শেষে থানায় ছিলেন লাবনী।

আরও পড়ুন  রূপনগরের ‌বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

 

পরবর্তীতে শনিবার ভোর সোয়া ৫টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘুমে আচ্ছন্ন হলে পালিয়ে যায় ওই নারী। এই সময়ে ডিউটি অফিসার হিসেবে কর্তব্যরত ছিলেন এসআই ইকবাল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ