সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশার মহিষখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা নদীতে অভিযান চালিয়ে এ ড্রেজার মেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান।
পরে জব্দকৃত ড্রেজার মেশিনটি বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের জিম্মায় রাখা হয় এবং ড্রেজারে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান বলেন, ‘গত কয়েকদিন ধরে মহিষখলা নদীতে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। ড্রেজার মেশিনটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে এবং ড্রেজারে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি