নারী উদ্যোক্তা প্রশিক্ষণ প্রকল্প

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

নারী উদ্যোক্তা প্রশিক্ষণ প্রকল্প

নারীদের উন্নয়ন ছাড়া সমাজ উন্নত হতে পারেনা। নারীর উন্নয়ন ঘটলেই এই সমাজ, রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। নারী উদ্যোক্তাদের আগ্রহ ও তাদের মান উন্নয়ন সে ক্ষেত্রে জরুরী।  সেই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের উন্নয়নে খাদ্য প্রক্রিয়াজাতকরণ এ প্রশিক্ষণ কর্মসূচী হাতে নিয়েছিল সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। প্রশিক্ষণ প্রকল্পের ২৮ মার্চ  বুধবার ছিল সমাপনী দিন।

সিলেট উইমেন্স চেম্বার কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।  সাল সাবিল মাহবুবা কান্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সহ সভাপতি জেসমিন ইসলাম, প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক সামসুন নাহার, রাবেয়া আকতার রিয়া, ওয়াহিদা আখলাক, বিউটি বর্মন, র“বা খানম, রাহেলা জেবিন, রানী মনি সিনহা, ফাতেমা চৌধুরী, সদস্য নাসরিন আক্তার, তপতী দাস, হাসনা হেনা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ