সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক ♦ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলায় অভিযুক্ত অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি, যুবলীগ ক্যাডার, মামুন আহমদ উরফে মামুন চৌধুরী মামুন (৩০)কে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে থাকে আটক করা হয়।
আটক মামুন সিলেট কানাইঘাট থানার জিঙ্গাবাড়ি দলইমাটি এলাকার মৃত ফরমুজ আলীর ছেলে। বর্তমানে তিনি শাহপরান থানাধীন নীপবন আবাসিক এলাকার বাসানং-১০, রোড নং-২ এ বসবাস করছেন।
এর আগে শুক্রবার দুপুরে দেখা গেছে মামুনকে কোতয়ালী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকেরের সাথে দাড়িয়ে কথা বলতে। এর কয়েকঘন্টা পর তাকে আটক করে শাহপরান থানা পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চলতি বছরের ৯ জানুয়ারি সিলেট জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও মোগলাবাজার থানার মির্জাপুর গ্রামের মো. নামর আলীর ছেলে সাজিব আহমদ বাদী হয়ে ৪৭৭জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে সিলেট নগরীর কোতোয়ালি থানায় গত ৩ ফেব্রুয়ারী এ মামলাটি রেকর্ড করা হয়। মামলায় মামুনকে ২৭ নং আসামী হিসেবে উল্ল্যেখ করা হয়। মামলা নং- ৬৮/২৫।
এদিকে মামুনকে আটকের পর তারই সহচর মুজিবুর রহমান ডালিম নামের কথিত সাংবাদিক ও জাতীয় পার্টির নেতা থানা থেকে মামুনকে ছাড়িয়ে নিতে তদবির চালিয়ে যাচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
এব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহপরান থানায় মামলা আছে। তিনি বলেন, কোতয়ালী মডেল থানার আসামী সে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি