সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের রাজধানী বাগদাদের এক বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে ৪০ জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে বাগদাদের তাইয়ারান স্কয়ারের কাছাকাছি বাব আল-শারজি এলাকার এক বাজারে এই বোমা হামলার ঘটনা ঘটে।
বাগদাদ অপারেশনস কমান্ডের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজায়ি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেন, বাব আল-শারজির জনাকীর্ণ ওই বাজারে দুই আত্মঘাতী বোমারু ওই হামলা চালায়। তবে তিনি নিহত বা আহতের কোনো সংখ্যা নিশ্চিত করেননি।
তিন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পর তারা পরিচয় গোপন রাখা শর্তে জানান, ভয়াবহ এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ৪০ জনের বেশি লোক আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় সামনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর যুদ্ধের পর সাম্প্রতিক বাগদাদে আত্মঘাতী বোমা হামলা কমে এসেছিল। ২০১৯ সালের জুনে সর্বশেষ বাগদাদে আত্মঘাতী বোমা হামলার ঘটে। ওই হামলায় ১০ জনের প্রাণহানি ঘটেছিল।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি