সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪
সোমবার (১০ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আম্পায়ারিং ও উত্তরসূরিদের কিছু সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন মাশরাফি। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে নড়াইল এক্সপ্রেস লিখেছেন, ‘বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও পুওর অ্যাপ্লিকেশন করেছি।’
বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে। সুপার এইটের স্বপ্নে তাই এখনই হাল ছাড়তে চান না সাবেক এই টাইগার দলপতি। আপাতত সেদিকেই শান্তদের মনোযোগ দিতে বললেন এই কিংবদন্তি, ‘আশা ছাড়ছি না, ইনশাল্লাহ সেরা আটে যাব। দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরও দুটা প্রেশারের ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেইন থেকে ডিলিট করা যায়, ততোই ভালো হবে সামনের দুটা ম্যাচের জন্য।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল ছাপিয়ে হয়তো আলোচনার জায়গা করে নিতে যাচ্ছে আম্পায়ারিং। ১৭তম ওভারে ওটনিয়েল বার্টমেনের করা লেগ স্টাম্পের বাইরের বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় সেটি স্টাম্প মিস করে বেশ বাইরে দিয়ে গেছে, কিন্তু আউট না দিলে ওই বলটাতে বাংলাদেশ লেগবাইয়ে চার রান পেতে পারত।
পরের ওভারে কাগিসো রাবাদার বলে হৃদয়কে দেওয়া এলবিডব্লিউয়ের সিদ্ধান্তটিও হতে পারত অন্যরকম। তাকে এলবিডব্লিউ দেওয়া বলটিও আঘাত করত লেগ স্টাম্পের ওপরের দিকে বেলে। রিভিউ নিয়েও আম্পায়ার্স কলে কপাল পোড়ে হৃদয়ের। ফলে শেষ পর্যন্ত আর জেতা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি