সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪
ইতিমধ্যে নগদ ৪৫ লক্ষ টাকা ও ১ হাজার ৫৫০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এর মধ্যে ৫১৬ মেট্রিক টন চাল ও নগদ ২০ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আরও ১ হাজার ৩৪ মেট্রিক টন চাল ও নগদ ২৪ লাখ ৫০ হাজার টাকা মজুদ রয়েছে। সরকারি সহায়তা ছাড়াও জেলা জুড়ে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বন্যার্তদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণসহ সার্বিক সহযোগিতায় মাঠে সক্রিয় রয়েছেন। প্রশাসনের পক্ষে পুরো জেলার বন্যা পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
জেলা প্রশাসক উর্মি বিনতে সালামসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা ঝুকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল মৌলভীবাজার জেলার বন্যাদ‚র্গত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।
জেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ জানিয়েছেন- আউশ ধানের ক্ষতির পাশাপাশি সদ্য রোপনকৃত ৭ উপজেলায় আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে। তবে, এ মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।
মৌলভীবাজারে বন্যার কারণ ভারতের ত্রিপুরা রাজ্যের নলকাটা প্রকল্প। মৌলভীবাজারের মনু নদী বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের ধলই জেলার দক্ষিণে উৎপন্ন ও উত্তরমুখী ধারায় প্রবাহিত হয়ে একাধিক ছড়া ও উপনদীর সাথে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলায় মিলিত হয়েছে। সেখান থেকে উত্তরমুখী ধারায় কৈলাশহরের পাশ দিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে প্রবেশ করেছে। ভারত মনু নদীর পানি একতরফা নিয়ন্ত্রনের জন্য ত্রিপুরা রাজ্যের কাঞ্চনবাড়ি ও নলকাটার মাঝামাঝি স্থানে নলকাটা বাঁধ নির্মাণ করেছে। নলকাটা প্রকল্পটি মৌলভীবাজারের মাতারকাপন এলাকার মনু প্রকল্পের (স্লুইচ গেট) মতো। সেখানে ভারী বৃৃষ্টি হলে নলকাটা প্রকল্পের স্লুইচ গেইট খুলে দিলেই মৌলভীবাজারে বন্যার আশংকা দেখা দেয় এবং কখনও কখনও বন্যা দেখা দেয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি