সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক প্রকাশ
সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক প্রকাশ।
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চারখাই বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনন, সিলেট জেলা যুবদলের সাবেক সাধরণ সম্পাদক তালাত আজিজ ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার মায়ের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা এক  বার্তায় মরহুমদের  আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে পৃথক এক বিবৃতিতে লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার মাতা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েলের বড়ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

তারা এক শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।- বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ