সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল || কাইয়ুম সভাপতি, এমরান সম্পাদক

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২

সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল || কাইয়ুম সভাপতি, এমরান সম্পাদক

সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল || কাইয়ুম সভাপতি, এমরান সাধারণ সম্পাদক।

প্রভাতবেলা প্রতিবেদক♦ সিলেট জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আহমদ।

১৮১৮ কাউন্সিলরের মধ্যে  দলীয় ভোটাধিকার প্রয়োগ করেন ১৫৭৫জন। এরমধ্যে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুল কাইয়ুম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম পান ৬৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ পান ৫৭৩ভোট। অপর দুই প্রার্থীর আব্দুল মান্নান ৮১ ও আ.ফ.ম কামাল পান ৭২ ভোট পেয়ে বিএনপি’র কাউন্সিলের শ্রী বৃদ্ধি করেন।

সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেন শামীম আহমদ। তিনি ৬২৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  এডভোকেট মুজিবুর রহমান ৪৬৪ ভোট পান। অপর প্রার্থী লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।

সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল

সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল

 

সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল ঘিরে ছিল নাটকীয়তা , ছিল নানা কৌশল। নির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক সময় যুবদলের সহ সভাপতি ছিলেন। ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পিএস। সিলেটের মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন না কখনো। জেলা বিএনপি’র নেতৃত্বে আসতে তিনি খন্দকার আব্দুল মুক্তাদিরের আশির্বাদপুষ্ট প্রার্থী হিসেবেই নির্বাচনে নামেন। তাকে জয়ী করতে মেয়র আরিফুল হক চৌধুরীকে নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়।

 

 

নিজস্ব চিন্তা চেতনা ও বলয় নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন এমরান আহমদ চৌধুরী। তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সরাসরি সম্পর্ক বিদ্যমান তাঁর। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করা এমরান জীবনের তিন দশক সিলেটের মাটি ও মানুষের সেবায় ব্যয় করেছেন। এক সময়ের মেধাবী ও কৃতি ছাত্র এমরান চৌধুরীকে দলীয় কাউন্সিলররা যথার্থ মূল্যায়ন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ