সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সংবাদদাতা, সুনামগঞ্জ♦ সুনামগঞ্জের বিকি বিলের লাল শাপলা আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।জেলার তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে পর্যটন সম্ভাবনাময় লাল শাপলার বিকি বিল। এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসন বিলের লাল শাপলা ফুল ডাটাসহ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে।
রবিবার(১৮অক্টোবর)সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে লাল শাপলার বিকি বিল ও আশপাশের এলাকায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হয়।
সম্প্রতি পর্যটনের অপার সম্ভাবনাময় বিকি বিলের সৌন্দর্যের কথা চিন্তা না করে স্থানীয় কিছু মানুষ নিজেদের গরু মহিষের খাদ্য হিসাবে পর্যটনের অপার সম্ভাবনাময় বিকি বিলের লাল শাপলা ডাটাসহ তুলে নেওয়ার কারনে বিকি বিলের সৌন্দর্য হানি হচ্ছে এমন সংবাদ গনমাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসক আব্দুল আহাদের নির্দেশে বিকি বিলের লাল শাপলা ফুল ডাটাসহ আহরণে উপজলা প্রশাসনের এই নিষেধাজ্ঞা জারি করে।
মাইকিংয়ে বলা হয়-সম্প্রতি স্থানীয় কিছু ব্যাক্তি কর্তৃক গরু-মহিষের খাদ্য হিসাবে পর্যটন সম্ভাবনাময় এলাকা বিকি বিলের শাপলা ফুল ডাটাসহ তুলে নেওয়ার কারণে বিলের সৌন্দর্য হানি হচ্ছে এবস্থায় বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে ও জনস্বার্থে বিকি বিল থেকে ডাটাসহ শাপলা আহরণে নিষেধাজ্ঞা জারি করা হল। এই আদেশ অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে।
জানাযায়,বিকি বিলটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল এলাকায় অবস্থিত লাল শাপলার বিকি বিল হলহলিয়ার চক ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গত বছর ১২অক্টোবর ২০১৯সালে লাল শাপলার বিকি বিলকে উপজেলার নতুন পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করেছিলেন। পর্যটকদের ভ্রমণের জন্য নতুন এলাকা হিসেবে বিকি বিলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ জানান,প্রকৃতির সৌন্দর্যের অংশ বিকি বিল,যেখানে লাল শাপলার চোখধাঁধানো দৃশ্য দেখে মুগ্ধ হন পর্যটক ও দর্শনার্থীরা প্রতি বছর। কিছু লোক শাপলা ফুল ডাটাসহ তুলে নেওয়ার কারণে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই বিকি বিলের সৌন্দর্য রক্ষার্থে শাপলা ফুল ডাটাসহ তুলে না নেয় তার জন্য সবাইকে সর্তকতা অবলম্বন করতেই মাইকিং করে জানানো হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি