আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতি: ইউরোপের মধ্যে কিছুটা ভালো

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতি: ইউরোপের মধ্যে কিছুটা ভালো
আহমেদ নাজির, আয়ারল্যান্ড থেকে:     আয়ারল্যান্ড করোনা পরিস্থিতি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভাল। প্রাণঘাতি করোনা ভাইরাসে নতুন করে  আরো ৫২৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আয়ারল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০হাজার ৬৪৭ জন। নতুন করে মৃত্যুবরণ করলেন ৩১ জন। আয়ারল্যান্ডে এখন মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৬৫ জন।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভরদকার  ইস্টার সপ্তাহ উপলক্ষে এক ভিডিও বার্তাতে দুঃখ ভারাক্রান্ত ভগ্ন হৃদয়ে বলেন নিজেদের মনোবল ঠিক রেখে করোনা মোকাবিলায় এক যুগে কাজ করতে হবে। ভিডিও বার্তাটি তিনি তার ভেরিফাই টুইটারে পোষ্ট করেন। প্রধানন্ত্রীর তাঁর বক্তব্য বলেন.. ” এই ইস্টারে আমি সবাইকে স্বাগত জানাই, এমন ইস্টার আমাদের জিবনে আর কখনো আসেনি। আমাদের সবার মনে ভয় আর শংকা, আমাদের স্বাভাবিক জীবন থমকে গেছে।অনেক আইরিশ নাগরিক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অনেকের প্রাণ জড়ে যাচ্ছে। অদৃশ্য শক্তির সাথে লড়াইয়ে আমারা আমাদের সর্ব শক্তি প্রয়োগ করেছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা নিজেদের জিবন বাজি রেখে এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই মাসের শেষের দিকে হয়তোবা করোনা আরো ভয়াবহ রুপ নিতে পারে,মৃতের সংখ্যা বাড়তে পারে। আয়ারল্যান্ডে আগামী কয়েক সপ্তাহে হয়তো অন্ধকার দিনগুলো ঘনিয়ে আসতেছে কিন্তু তাতে আমাদের দমিয়ে গেলে চলবেনা,আমরা আমাদের সামর্থ্যকে প্রয়োজনে দ্বিগুণ করবো। বিভিন্ন ইমারজেন্সি কর্মী যারা নিরলসভাবে কাজ করে আয়ারল্যান্ডের জীবনযাত্রার চাকাকে এখনো সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তাদেরকে আমার প্রাণঢালা অভিনন্দন”। অনূদিত ও সংকলিত সূত্র আইরিশ টাইম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ