পারবে কি নুরু ইতিহাস হতে?

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

পারবে কি নুরু ইতিহাস হতে?

কলঙ্কিত ডাকসু নির্বাচনের দায় এড়াতে শেখ হাসিনার নির্দেশে নুরুকে ভিপি বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীতদাস প্রশাসন। নুরু জয়লাভ করলো আর রাব্বানীর কাছে হেরে গেলো রাশেদ? নাটকের স্ক্রিপ্ট যা খুশি লেখা যায়, তবে সব নাটক দর্শকের মন জয় করতে পারে না। আসলে ভিসি আখতারুজ্জামানদের জন্য নুরু একজন স্কেপগোট। তাই এ ‘বিজয়ে’ নুরুর আহ্লাদিত হওয়ার কারণ বা প্রয়োজনীয়তা কোনটিই নেই। ভিপি হিসেবে শপথ নিলেও নুরু এ পদে টিকে থাকতে পারবে না বা তাকে থাকতে দেওয়া হবে না। বরং কোটা আন্দোলনের নন্দিত নেতা হিসেবে তার উচিত হবে ডাকসু নির্বাচনের গোটা ফলাফল প্রত্যাখান করে পুনর্নিবাচনের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া। আমি নিশ্চিত সাধারণ ছাত্রছাত্রী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তার ডাকে আন্তরিকভাবে সাড়া দিবে। দুর্গন্ধময় ভিপি পদে বসার চেয়ে গৌরবজ্জল ইতিহাসের অংশ হওয়া অনেক বেশি মর্যাদার।

পারবে কি নুরু ইতিহাস হতে?

H Warisul Ambia Bulbulএর ফেসবুক থেকে নেয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ