মার্কিন মুল্লুকে করোনার ভয়ঙ্কর রুপ

প্রকাশিত: ৪:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০

মার্কিন মুল্লুকে করোনার ভয়ঙ্কর রুপ

মার্কিন মুল্লুকে ভয়ঙ্কর রুপ  নিচ্ছে করোনা  ভাইরাস। প্রতি ৫ মিনিটে মার্কিন সাম্রাজ্যে ২ জনের মৃত্যু ঘটছে করোনা ভাইরাসের সংক্রমনে। বাংলাদেশ সময় ১ এপ্রিল ভোর ৪টা অর্থাৎ নিউইয়র্ক সময় ৩১ মার্চ বিকেল ৪ টা পর্যন্ত আমেরিকায় মারা গেছেন ৩৭৭৯ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় মারা যান ৬৩৮ জন। এরমধ্যে শুধু নিউইয়র্কেই ২০৮ জন মারা গেছেন।

নিউইয়র্ক থেকে সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু আমেরিকায় করোনা ভাইরাসের ভয়ঙ্কর থাবার সর্বশেষ তথ্য প্রভাতবেলা’কে জানিয়ে বলেন, মৃতদের মধ্যে ৩১ জন বাংলাদেশী রয়েছেন।

আমেরিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২শ ৭০ জন। গত ১ দিনে করোনা( কভিড-১৯) পজিটিভি রোগীর সংখ্যা বেড়েছে ২০ হাজারেরও বেশী।

আমেরিকার পরিস্থিতি ভয়াবহ। নাজুক অবস্থায় নিউইয়র্ক। জনজীবন অনেকটা অচল। এই শিক্ষাবর্ষে আমেরিকায় স্কুল খোলার সম্ভাবনা নেই। অনলাইনে চলছে পাঠদান কার্যক্রম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ