সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন পুলক দাস

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১

সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন পুলক দাস।

ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হয়ে সনাতন ( হিন্দু) ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পুলক দাস। ৩১ বছর বয়স্ক পুলক দাসের বাবার নাম প্রনয় দাস মায়ের নাম রীতা রানী দাস। তার পৈত্রিক নিবাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজনগরে। বর্তমানে তিনি সিলেট নগরীর কাজলশাহ এলাকায় বসবাস করছেন।♦ প্রভাতবেলা প্রতিবেদক♦

গত ঈদুল ফিতরের দিন (১৪মে) জুমআর নামাজের পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নগরীর   সাদিপুর-২ নয়াগাঁও হালু মাঝি জামে মসজিদের ইমাম মাও. সিরাজ উদ্দিন আনসারী পুলক দাসকে কালেমা পাঠ করান।

উপস্থিত শত শত মুসল্লির সামনে পুলক দাস বলেন, আমি নিজের ইচ্ছায় জেনে, বুঝে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তা গ্রহণ করছি।

পুলকের নতুন নাম রাখা হয় মুহাম্মদ আব্দুল্লাহ। মসজিদের মোতাওয়াল্লী মটু মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাছুম আহমদ প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন  উপশহরে ডাকাতি, বাসা দখলের চেষ্টা

https://www.facebook.com/messenger_media/?thread_id=1317106157&attachment_id=4107485582664963&message_id=mid.%24cAABa9G4zFeJ_rU3PSl5fAhn7br11

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ