অনির্বাণকে হারিয়ে লিগ অভিযান সম্পন্ন করলো বীর বিক্রম ইয়ামিন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

অনির্বাণকে হারিয়ে লিগ অভিযান সম্পন্ন করলো বীর বিক্রম ইয়ামিন

 

তানজীল শাহরিয়ার

 

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র শেষ রাউন্ডের ম্যাচে অনির্বাণ ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

 

টসে জয়লয়াভ করে অনির্বাণ ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের ৪র্থ বলে বীর বিক্রমের অধিনায়ক সুমন পলাশকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান। শুরুর এই ধাক্কা সামলে উঠতে পারেনি অনির্বাণ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

 

১৮শ অভারে মাত্র ৭৬ রানে ৭ উইকেট খুইয়ে একশো রান হবার আগেই অলআউটের শঙ্কায় পড়ে অনির্বাণ। তবে, ৯-এ নামা ইমরানের ব্যাটে ভর করে শতরানের মাইলফলক পার করে অনির্বাণ।

 

৩৮.২ অভারে সব উইকেট হারিয়ে সাকল্যে ১২৪ রান তুলে ইনিংস শেষ করে অনির্বাণ।

 

শ্রাবণ ৩১, ইমরান ২৬, ফেরদৌস ১৯, বাহার ১৩ রান করেন।

 

বীর বিক্রমের বাঁহাতি স্পিনার সাব্বির ৮ অভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। অফ স্পিনার মিনহাজ ৯ অভার বল করে মাত্র ১৬ রান দেন, লেগ স্পিনার অমিত ৯.২ অভার বল করে ২৯ রান দিয়েছেন, দুজনেই ২টি করে উইকেট পেয়েছেন। ছোটন এবং সুমন ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

আরও পড়ুন  জোহানেসবার্গে প্রবাসীদের সর্ববৃহৎ ক্রিকেট আসর সম্পন্ন

 

১২৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেন বীর বিক্রমের দুই অপেনার সুমন এবং রাজু। ৫.৪ অভারে বিচ্ছিন্ন হবার আগে ৪২ রান তোলে উদ্বোধনী জুটি। রান তোলার এই ধারা পরের ব্যাটাররাও ধরে রেখে দ্রুত রান তুলতে থাকেন।

 

৬৩ রানে রাজু, ৮০ রানে মাসুম, ১০৩ রানে নাজিম বিদায় নিলেও ইমরান এক প্রান্তে সাবলীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন।

 

২৭তম অভারের শেষ বলে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় বীর বিক্রম।

 

ইমরান ৪৭ রান করে অপরাজিত থাকেন। সুমন ১৯ বলে ২৪ রান করেছেন। রাজু ১৭ রান করেন।

 

অনির্বাণের পেসার জয় ৩০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। মুকুল এবং বাহার ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের ইমরান।

আরও পড়ুন  পাকিস্তানের অধিনায়ক এমএস ধোনি!

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ