আইসিসির কাছে শ্রীলঙ্কার অধিনায়কের করুণ আকুতি

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

আইসিসির কাছে শ্রীলঙ্কার অধিনায়কের করুণ আকুতি
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেও ফুরসত নেই লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের। গতকাল আইসিসির কাছে তিনি আবেদন জানিয়েছেন, তাঁর দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত শুক্রবার শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

 

রাজধানী কলম্বোতে গতকাল গণমাধ্যমের কাছে কুশল বলেন, ‘ক্রিকেট আমাদের পেশা, জীবন-জীবিকা। এটা ছাড়া আমরা বাড়িতে বসে থাকতে পারব না। আগামী বছর আমাদের কয়েকটি সফর রয়েছে। সেগুলোর জন্য আমরা এখনই প্রস্তুতি শুরু করতে চাই।’

 

শ্রীলঙ্কার ক্রিকেটে এই জটিলতার শুরু বিশ্বকাপ ব্যর্থতার জের ধরেই। দুর্নীতির অভিযোগে দেশটির সংসদ সর্বসম্মতিক্রমে লঙ্কান ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে। শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিঙ্গে বোর্ড কর্তাদের ইস্তফা দিয়ে সরে যাওয়ার কথা বলার একদিন পরই আইসিসি এই নিষেধাজ্ঞা দিল।

 

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে কুশল মেন্ডিস আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এসবের ওপর আমাদের কোনো হাত নেই। অধিনায়ক হিসেবে আমি আশা করব, অতি দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। আবার যেন আমরা খেলা শুরু করতে পারি।’

আরও পড়ুন  এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

 

এই নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কায় বসতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ