সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। রাত পোহালেই মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে। রঙিন পোশাকে পঞ্চাশ ওভারের ক্রিকেট মানেই ছিল মাশরাফি বিন মুর্তজার উপস্থিতি। কিন্তু বুধবার থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে যাত্রা শুরু করতে যাচ্ছে সেখানে নেই মাশরাফি।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক নেতৃত্ব ছাড়ার পর দলে জায়গা হারিয়েছেন। তাকে ছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। মাশরাফি থাকবেন না। কিন্তু তার মন ঠিকই পড়ে থাকবে মিরপুরের সবুজ গালিচায়। মাঠে প্রবেশের সুযোগ নেই। খেলা দেখতে হবে টিভির পর্দায়।
মাঠে নামার ঠিক আগ মুহূর্তে সতীর্থদের সাহস ও প্রেরণা দিলে মাশরাফি। শুভকামনা জানিয়েছেন তার আর্মব্র্যান্ড পাওয়া তামিম ইকবালকে। ফেসবুকে মাশরাফির পোস্ট, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইলো স্পেশাল ভালোবাসা ও দোয়া। সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে, এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই- বাংলাদেশ।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি