আজমিরীগঞ্জে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

আজমিরীগঞ্জে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইক ( টমটম) এর ধাক্কায় রিহাদুল মিয়া নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রোববার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক একটায় উপজেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের পাচাইক্কা ব্রিজ সংলগ্ন যাত্রীছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিহাদুল মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের বন্দের বাড়ী এলাকার জানু মিয়ার পুত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের স্বজনদের সাথে রিহাদুল মিয়া পাচাইক্কা যাত্রী চাউনি এলাকায় ইজিবাইক থেকে নামেন। রিহাদুলের বাবা ইজিবাইকের ভাড়া পরিশোধ করার সময় সড়কের পাশে দাড়িয়ে ছিলো শিশু রিহাদুল।

 

এসময় শিবপাশা বাজার থেকে আজমিরীগঞ্জ সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা অপর একটি ইজিবাইক শিশু রিহাদুলকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে ইজিবাইক সহ চালককে আটক করে।

 

শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির বলেন, খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইজিবাইক ও ইজিবাইক চালককে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ