ইলেভেন স্টার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না ইসমাইল এসসি!

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

ইলেভেন স্টার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না ইসমাইল এসসি!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৪৩তম ম্যাচে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করেছে ইলেভেন স্টার্স ক্লাব।

 

ইসমাইল এসসি টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নামে। শুরু থেকেই চাপে পড়ে দলটি। ইনিংসের ১ম বলেই হিরা পারভেজকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান। ইমরান-মাহিন জুটি ২য় উইকেটে ১৯ রান তোলেন। তবে সুয়েদ-ইসহাক-কল্যাণের ত্রিমুখি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইসমাইলের ব্যাটাররা।

 

২৩.৩ অভারে সব উইকেট খুইয়ে সাকল্যে ৪১ রান সংগ্রহ করে ইসমাইল এসসি।

 

মাহিন ১১ রান করেন, আর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি! ২য় সর্বোচ্চ স্কোর ছিলো ইমরানের করা ৭ রান! অতিরিক্ত থেকে আসে ১৫ রান।

 

সুয়েদ ৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। কল্যাণ ১.৩ অভার বল করে ১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ইসহাকও ৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। ১ উইকেট পেয়েছেন হিরা।

আরও পড়ুন  অ্যাপোলো ইলেভেন ক্লাবকে উড়িয়ে দিলো বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র

 

অল্প রান তাড়া করতে নেমে দ্রুতই ম্যাচ শেষ করে দেয় ইলেভেন স্টার্সের ব্যাটাররা। জীবনের ২২ (অপরাজিত) রানের ওপর ভর করে ৯.৫ অভারেই ৪ উইকেট হারিয়ে ৪৩ রান তুলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইলেভেন স্টার্স।

 

ফরহাদ ২২ রানে ২ উইকেট তুলে নেন। রাশেদিন এবং ফাহাদ ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ইলেভেন স্টার্সের সুয়েদ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ