কক্সবাজারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

কক্সবাজারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বাবা-ছেলে নিহত
প্রভাতবেলা প্রতিবেদক: কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী জানান, সোমবার রাত ১টার দিকে গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সঙ্গে বসে আলাপ করছিলেন জাফর আলম ও তার ছেলে মোহাম্মদ সেলিম। হঠাৎ কালো মুখোশ পরা একদল অস্ত্রধারী ডাকাত এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পরে ধারাল দা-কিরিচ দিয়ে কুপিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন  রংপুরে ছিন্নমূল শিশুদের বিজয় দিবস উদযাপন

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তদন্তনাধীন। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ