সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
এক আসর পর আবারও আইপিএলে ফিরলেন সাকিব আল হাসান। এ তারকা অলরাউন্ডারকে কিনে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে তারা।
নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, শিভাম দুবে ও কেদার যাদব। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। আগের আসরে চরম ফ্লপ এই ক্রিকেটারের প্রতি প্রথম আগ্রহ দেখায় কলকাতা। রাজস্থানও পরে যোগ দেয়।
একপর্যায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস বিড করলে জমে ওঠে লড়াই। সেখানে হুহু করে বাড়তে থাকে ম্যাক্সওয়েলের দাম। শেষ পর্যন্ত সোয়া ১৪ কোটি রুপিতে ম্যাক্সিকে কিনে নেয় ব্যাঙ্গালুরু।
তিনে ওঠে সাকিবের নাম। টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। মাঝে দুই দলই কিছু সময় নিলেও একপর্যায়ে তাকে নিয়ে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টানে কলকাতা।
আইসিসির নিষেধাজ্ঞা থাকার কারণে আইপিএলের গত আসরে অংশ নিতে পারেননি সাকিব। নয়তো সানরাইজেস হায়দরাবাদের জার্সিতে টুর্নামেন্ট মাতাতেন তিনি।
এর আগে কলকাতার জার্সিতেই আইপিএলে অভিষেক হয়েছিল সাকিবের। দীর্ঘদিন এ দলের হয়েই মাঠ মাতিয়েছিলেন তিনি। কলকাতার জার্সিতে আইপিএল শিরোপা জয়ের স্বাদও পেয়েছিলেন সাকিব।
চেন্নাইয়ে এবারের নিলামে ২৯১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। তালিকায় নাম থাকলেও মার্ক উড শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ায় তাকে বাদ দিয়ে শুরু হয় নিলাম। ৮ দলের মধ্যে সব চেয়ে বেশি টাকা রয়েছে পাঞ্জাব কিংসের হাতে। অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি