কাশ্মিরে ৩ বাংলাদেশী নিহত

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

কাশ্মিরে ৩ বাংলাদেশী নিহত
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন বাংলাদেশী পর্যটক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

 

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। একটি বোটে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে আরো ছয়টি বোটে এবং পার্শ্ববর্তী কাঠের ছাউনিতে।

 

এ পর্যটন বোটগুলো ছিল ঘাট নম্বর ৯-এ। স্থানীয়রা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়।

 

পুলিশ জানিয়েছে, নিহত তিন পর্যটক বাংলাদেশী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কাশ্মিরে তীব্র শীতের সময় ঘনিয়ে আসছে। তার আগে এ দুর্ঘটনা ঘটলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ