সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
তথ্য প্রযুক্তি ডেস্ক:
চরম বিতর্কের মুখে পিছু হটল হোয়াটসঅ্যাপ । আপাতত প্রাইভেসি পলিসি স্থগিত করল এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। অর্থাৎ 8 ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ এর গোপনীয়তার নয়া নীতি ও শর্তাবলী না মানলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট হওয়ার ভয় এই মুহূর্তে আর রইল না। নয়া এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যায় হোয়াটসঅ্যাপ বলছে, ‘ভুল তথ্য উদ্বেগের কারণ’ হয়ে উঠেছে।
‘আমরা এখন সেই তারিখে ফিরে যাচ্ছি, যেখানে গ্রাহকদের শর্তাবলী পর্যালোচনা করতে এবং গ্রহণ করতে বলা হবে। 8 ফেব্রুয়ারি কোনও গ্রাহকের অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিলিট করা হবে না। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি এবং নিরাপত্তা কী ভাবে কাজ করে, সেই সংক্রান্ত সব তথ্য নিয়ে আমরা গ্রাহকদের কাছে হাজির হব। নয়া নীতি সম্পর্কে গ্রাহকেরা স্বেচ্ছায় রিভিউ জানানোর পরই আমরা ১৫ মে থেকে নতুন প্রাইভেসি পলিসি চালু করব’, এদিন একটি বিবৃতি প্রকাশ করে এই বলে হোয়াটসঅ্যাপ।
কোম্পানির তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে, হোয়াটসঅ্যাপ কী ভাবে তথ্য সংগ্রহ করে এবং তা ব্যবহার করে – তার যাবতীয় খুঁটিনাটি ইউজারদের কাছে আরও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেবে সংস্থা। অর্থাৎ কোম্পানির হাবেভাবেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে, নতুন প্রাইভেসি পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপ যে গ্রাহকদের মধ্যে একটা ধন্দ্বের অবকাশ তৈরি করেছে এবং তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে এক প্রকার মরিয়া ফেসবুকের মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।
আরও যোগ করে হোয়াটসঅ্যাপ বলছে, ‘কোনও গ্রাহক হোয়াটসঅ্যাপ এর কোনও বিজনেসে মেসেজ পাঠালে নতুন অনেক অপশন পাবেন, আপডেটে যেমন এই বিষয় থাকবে, তেমনই আবার থাকবে আমরা কী ভাবে ডেটা সংগ্রহ করি এবং তার ব্যবহার করি তা-ও জানানো হবে গ্রাহকদের। বহু মানুষই আছেন, যাঁরা হোয়াটসঅ্যাপ থেকে ব্যবসার প্রয়োগ করেন না। যদিও অদূর ভবিষ্যতে বহু গ্রাহকই হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করবেন এবং এই সার্ভিস নিয়ে তাঁদের কাছে যাবতীয় তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এই আপডেট ফেসবুক এর সঙ্গে আমাদের ডেটা শেয়ার করার বিষয়টি কোনও ভাবেই প্রসারিত করে না।’
সত্যিই কি ফেসবুক আপনার সব হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বে? বিগত কিছু দিন ধরেই হোয়াটসঅ্যাপ এর নয়া প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক চলছে। একটা বিরাট সংখ্যক গ্রাহকের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে যে, এবার থেকে ইউজারদের সমস্ত তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ, যা আদ্যপান্ত ভুল একটি খবর। গত মঙ্গলবার কর্তৃপক্ষ নিজেও ট্যুইট করে বিষয়টি খোলসা করে। কিন্তু বহু ইউজারই ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ থেকে মুখ ফিরিয়ে টেলিগ্রাম বা সিগনাল এর মতো অ্যাপে ভিড় জমাতে আরম্ভ করেছেন। আর সেই ‘ভুল বোঝাবুঝি’ পর্বে ইতি টানতেই নয়া সিদ্ধন্ত হোয়াটসঅ্যাপ এর।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি