ছাতকে এক কোটি ত্রিশ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

ছাতকে এক কোটি ত্রিশ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রতিনিধি, ছাতক: ছাতক পৌর শহরের আকিজ প্লাস্টিক ফ্যাক্টরী সংলগ্ন সুরমা নদীর তীর এলাকা থেকে কাভার্ডভ্যানভর্তি প্রায় ১ কোটি ত্রিশ লাখ টাকা মুল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ ।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) ভোরে ছাতক পৌর শহরের সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মালামাল হলো, ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, ১ কোটি ২৩ লাখ ৮৫হাজার ৬১৪ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ঔষধ, তিনটি মোবাইল ফোন, একটি ইঞ্জিল চালিত স্ট্রিলবডি নৌকা, একটি মোটর সাইকেল ও একটি কাভার্ডভ্যান। সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল জব্দ করেছে।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির, সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঈন উদ্দিন, ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলমসহ সেনা ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  কাল সিলেট আসছেন হেফাজতের আমীর

অভিযানের সত্যতা স্বীকার করে ছাতক সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাবির বলেন, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ