সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে স্কুলের গভর্নিং বডির এক জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার থেকে তার বহিষ্কার কার্যকর হবে।
সভা সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সুপারিশের আলোকে আবু সুফিয়ানকে বহিষ্কার করা হয়েছে। তার এ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
এর আগে রাত ৯টায় স্কুলে জরুরি সভা হয়। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার, স্কুলের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
এরমধ্যে শিক্ষককে দুই দফা জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্য রেকর্ড নেওয়া হয়। সবার সঙ্গে কথা বলে তদন্ত কর্মকর্তার ওই ছাত্রীকে যৌন হয়রানি করার প্রাথমিক সত্যতা পেয়েছে। তাই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ছাত্রী নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষককে বহিষ্কার করার জন্য সবার মতামত চান। ওই সময় গর্ভনিং বডির অন্যান্য সদস্যরা তাকে বহিষ্কার করার পক্ষে মত দেন। এছাড়া স্কুলের যেন এ ধরনের ঘটনার পুর্নরাবৃত্তি না হয় সেজন্য শিক্ষকদের সতর্ক থাকার জন্য সভায় সিদ্ধান্ত হয়।
সভায় ওই ছাত্রীর নিরাপত্তায় যা যা করনীয় সে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়। ওই ছাত্রীর সঙ্গে কথা বলে তার লেখাপড়ায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য যা যা করার সব করতে অধ্যক্ষকে বলা হয়। সে যদি অন্য শাখা বদলি হতে চায় সে ব্যবস্থাও নিতে বলা হয়।
জানা গেছে, নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন এমন অভিযোগে গত ২৭ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। অভিযোগ আমলে নিয়ে ৩১ আগস্ট সহকারী কমিশনার আল আমিন হালদারকে তদন্তের দায়িত্ব দেন। এরপর ২ সেপ্টেম্বর (শনিবার) বসুন্ধরা শাখার ১০ জন শিক্ষক, শাখা প্রধান, প্রতিষ্ঠানের অধ্যক্ষাসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেন তদন্ত কর্মকর্তা। এরপর মঙ্গলবার ভিকটিম ওই ছাত্রীর বক্তব্য গ্রহণ করে কমিটি। সর্বশেষ আজ বুধবার অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের বক্তব্য গ্রহণ করে তদন্তের ফরমাল কাজ শেষ করে সন্ধ্যায় প্রতিবেদন জমা দেন। এরপর রাতে জরুরি সভা ডাকা হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি