মিডল অর্ডারে ভর করে স্টার্সকে হারালো শেখঘাট পায়োনিয়ার্স!

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

মিডল অর্ডারে ভর করে স্টার্সকে হারালো শেখঘাট পায়োনিয়ার্স!

 

তানজীল শাহরিয়ার

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (গ্রাউন্ড ২) ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র মঙ্গলবারের খেলায় স্টার্স ইউনাইটেড ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব।

 

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্টার্স ইউনাইটেড। ২৪ রানে দুই উইকেট খোয়ালেও অপেনার দীপু এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে রানের চাকা সচল রাখেন। ৩য় উইকেটে মামুনকে নিয়ে ২৭, ৪র্থ উইকেটে অধিনায়ক রবিনকে সঙ্গী করে ৪৩ রান তোলেন দীপু।

 

২২তম অভারের শেষ বলে দলীয় ১০৮ রানে দীপু বিদায় নিলেও স্টার্স ইউনাইটেডকে লড়াই করার মত পূঁজি এনে দেন রবিন এবং সুজন।

 

৮.৫ অভারের মধ্যে মাত্র ৪২ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় স্টার্স ইউনাইটেড।

 

৩০.৪ অভারে সব উইকেট হারিয়ে ১৫০ রান তোলে স্টার্স ইউনাইটেড।

 

দীপু ২৯, সুজন ২১, রবিন ২০ রান করেন। অতিরিক্ত থেকে এসেছে ৫১ রান! যার মধ্যে ৪৩টি ছিলো ওয়াইড!

আরও পড়ুন  সিলেটে তরুণীসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

 

শেখঘাট পায়োনিয়ার্সের রাব্বি ২০ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। শহিদুল ১৩ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। জারির, নাহিদ, সাদিক, মাহিন ১টি করে উইকেট লাভ করেন।

 

১৫১ রান তাড়া করতে নেমে ১৩ রানে ১ম উইকেট হারায় শেখঘাট পায়োনিয়ার্স। টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শেখঘাট পায়োনিয়ার্স।

 

২য় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন শহিদুল এবং জারির। ৩য় উইকেটে ৩৮ রান যোগ করেন জারির-তাইজুল। জারির আব্দুল্লাহকে নিয়ে ৪র্থ উইকেটে যোগ করেন ৩২ রান।

 

পায়োনিয়ার্সের স্কোর ১৩১/৪ থেকে ১৩৭/৭-এ পরিণত হলেও ৯ নাম্বারে নামা সাদিকের দায়িত্বশীল ব্যাটিং দলকে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দেয়।

 

৩০তম অভারের শেষ বলে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখঘাট পায়োনিয়ার্স।

 

শহিদুল এবং জারির –– দু’জনেই ২৮ রান করে তুলেছেন। তাইজুল ২৫, আব্দুল্লাহ ২০, সাদিক ১৭ (অপরাজিত) রান করেন।

আরও পড়ুন  কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

সাকিব ১৬ রান দিয়ে ৩টি, মুনতাসির ৪৪ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। চাঁদ এবং সুজন পেয়েছেন ১টি করে উইকেট।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের জারির।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ