সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়, সিমকার্ড বা ই-সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার প্রস্তাব করা হলো।
দেশে সর্বপ্রথম ৮০০ টাকা দিয়ে এই সিম ট্যাক্সের যাত্রা। এরপর ২০১১-১২ অর্থবছরের তা ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করা হয়। পরে এই ট্যাক্স অর্ধেক কমে আসে ৩০০ টাকায়। এরপর ২০১৫-১৬ অর্থবছর হতে সিম ট্যাক্স ১০০ টাকা করে শুরু হয়। সে বছর বাজেটে ২০০ টাকা কমানো হয় এই ট্যাক্স। তারপর গত কয়েক বছর ধরে এই ট্যাক্স ছিল ১০০ টাকা। পরে ২০১৯-২০ অর্থবছরে সিম ট্যাক্স দ্বিগুণ করে ২০০ টাকা করা হয়। এবার সেটা বেড়ে দাঁড়াল ৩০০ টাকায়।
এদিকে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো দীর্ঘদিন করেই সিমের ট্যাক্স কমানো বা প্রত্যাহারের দাবি করে আসছিল। এবারের সিম ট্যাক্স কমার পরিবর্তে আরও বাড়ল।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি