স্টার্স ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে হোয়াইট মোহামেডান!

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

স্টার্স ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে হোয়াইট মোহামেডান!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩৭তম ম্যাচে স্টার্স ইউনাইটেড ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে হোয়াইট মোহামেডান ক্লাব।

 

রাতে বৃষ্টির কারণে উইকেট ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হয়। অভার কমিয়ে প্রতি ইনিংস ৩২ অভারের হবে সিদ্ধান্ত নেনে আম্পায়াররা। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নামে স্টার্স ইউনাইটেড। ইনিংসের ৩য় বলে দীপুকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান নাহিদ।

 

২য় উইকেটে ২২ রানের জুটি গড়েন পিয়াস এবং ফাহিম। পিয়াস রান আউট হয়ে জুটি ভাঙার পর, রাবিদ ফাহিমকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান। স্কোরবোর্ডে তখনো ২২ রান! রবিন এবং সুজন উইকেটে থিতু হলেও ইনিংসকে বড়ো করতে পারেননি। রানের চাকাও ছিলো শ্লথ!

 

নির্ধারিত ৩২ অভারে ৯ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে স্টার্স ইউনাইটেড।

 

রবিন ১৫, সুজন ১২, পিয়াস ১১ রান করেছেন। অন্য ব্যাটারদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

আরও পড়ুন  ঢাকায় পা রাখলো ক্যারিবিয়ানরা

 

রাবিদ ৫ অভারে মাত্র ৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। নাহিদ ৩ অভারে মাত্র ৩ রান দিয়ে ১টি উইকেট তুলে নিয়েছেন। আমিনুল, রাহি, অনির্বাণও ১টি করে উইকেট লাভ করেন।

 

৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২.১ অভারে দলীয় ৪ রানে দীপ্তকে হারায় হোয়াইট মোহামেডান। তবে শাওন আর মেহদির ব্যাটে চড়ে সহজেই জয়ের দিকে এগিয়ে যায় হোয়াইট মোহামেডান। মেহদি আউট হলেও অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন শাওন।

 

২০.৪ অভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে ম্যাচ জয় সম্পন্ন করে হোয়াইট মোহামেডান।

 

শাওন ৩২ (অপরাজিত), মেহদি ২৩ রান করেন।

 

সুজন ৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। মুনতাসির এবং শ্রেষ্ঠ ১টি করে উইকেট লাভ করেন।

 

হোয়াইট মোহামেডানের শাওন ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার লাভ করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ