করোনাক্রান্ত ভাতগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া আর নেই

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ১২, ২০২১

প্রতিনিধি, ছাতক:

ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান, স্থানীয় সরকার কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস মিয়া (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

 

মোহাম্মদ গিয়াস মিয়া গত ২৫ এপ্রিল বিকেলে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ফুসফুসে ক্র্যাপ্স নিয়ে কৈতক হাসপাতালে ভর্তি হন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ২৫ শে এপ্রিল রাতে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন।

 

মোহাম্মদ গিয়াস মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত হাজী আলতাব আলী’র জৈষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, দুই স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন  গোয়াইনঘাটে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার

 

জীবদ্দশায় ক্ষণজন্মা মোহাম্মদ গিয়াস মিয়া জাউয়াবাজার ডিগ্রি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয়, ঝিগলী স্কুল এন্ড কলেজ, সমতা স্কুল এন্ড কলেজ, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, হায়দরপুর উচ্চ বিদ্যালয়, হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দরপুর হাফিজিয়া মাদ্রাসা, বহু মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এবং অনেক আর্থিক সহায়তা করে থাকতেন। তার আর্থিক সহায়তায় অনেক গরীব মেধাবী শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেত ও অনেক গরীব অসহায় মানুষ স্বাভাবিক জীবনযাপন করতো। তিনি অবহেলিত ও সুবিধা বঞ্চিত মফস্বল এলাকার শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে ছাতক উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য, গিয়াস মিয়া প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লন্ডন বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারি সুপার মার্কেটের পরিচালক, ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রধান উপদেষ্টা, জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক, হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।

আরও পড়ুন  করোনা শনাক্তে ‘টেস্ট করোনা টুডে’

 

এদিকে মোহাম্মদ গিয়াস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি বেগম, চেয়ারম্যান গয়াছ মিয়া, চেয়ারম্যান আব্দুল মছব্বির, চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, চেয়ারম্যান শায়েস্তা মিয়া, চেয়ারম্যান আখলাকুর রহমান, চেয়ারম্যান অদুদ আলম, চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাস্টার আবুল হাছনাত চেয়ারম্যান, চেয়ারম্যান বিল্লাল আহমদ, চেয়ারম্যান মোজাহিদ আলী, চেয়ারম্যান মুরাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ