কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সেনার মৃত্যু

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সেনার মৃত্যু

বিশ্বভূবন ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে আরও দুইজন।

 

সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে হেলিকপ্টারটি কলম্বিয়ায় গুয়াভিয়ার রাজ্যে বিধ্বস্ত হয়। রাজ্যটিতে মূলত দেশের সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের তৎপরতা রয়েছে।

 

বিধ্বস্তের সময় হেলিকপ্টারটিতে পাইলটসহ ১৭ জন সামরিক সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ১১ জন সেনা সদস্য নিখোঁজ ছিলেন যাদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।

 

যদিও এটি দুর্ঘটনা নাকি হামলা সে বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনী এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। তবে ঘটনাটির কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ