ঘরের মাঠে হারল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

ঘরের মাঠে হারল রিয়াল মাদ্রিদ

মাঠে ময়দানে ডেস্ক:

রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের এবারের ইউরোপ সেরা প্রতিযোগিতার শুরুটা সুখের হয়নি। নিজেদের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ২-৩ গোলে হেরেছে তারা শাখতার দোনেৎস্কের বিপক্ষে। প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়া রিয়ালকে লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়র দ্বিতীয়ার্ধে আশার আলো দেখালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় জিনদিনে জিদানের দলকে।

ইউক্রেনের ক্লাবটি তেতের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে। বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়ান মানোর সলোমন। দ্বিতীয়ার্ধের রিয়ালের গোল দুটি করেন লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়র। ঘরের মাঠে এই নিয়ে টানা দুই ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। লা লিগায় গত শনিবার কাদিসের বিপক্ষে হেরেছিল স্পেনের সফলতম দলটি।

২৯তম মিনিটে এগিয়ে যায় শাখতার। কোরিয়েনকো বল বাড়ান তেতেকে। নিচু শটে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার দলকে এগিয়ে নেন।

আরও পড়ুন  বাংলার বাঘিনীদের কাছে পাকিস্তানের পরাজয়

৩৩তম মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খেয়ে বসে রিয়াল। তেতের নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে থিবো কোর্তোয়া ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। ফিরতি বল বিপদমুক্ত করতে গিয়ে জালে ঠেলে দেন রিয়ালের ভারানে। ৪২তম মিনিটে তেতের ব্যাকহিলে বাড়ানো বল ঠিকানা খুঁজে নেন ইসরায়েলের মিডফিল্ডার সলোমন।

তিন গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ৫৪তম মিনিটে ব্যবধান কমায়। প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। ৫৯তম মিনিটে ব্যবধান কমান ভিনিসিয়াস। লুকা ইয়োভিচের বদলি নেমে মাত্র ১৪ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

যোগ করা সময়ের শেষ মিনিটে ফেদে ভালভেরদের শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে জালে জড়ালেও ভিএআরে দেখে গোলরক্ষকের ঠিক সামনে ভিনিসিউস দাঁড়িয়ে থাকায় গোল বাতিল করে দেন রেফারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ