ঘুরে দাড়ানোর চেস্টা নিউইয়র্কবাসীর

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ঘুরে দাড়ানোর চেস্টা নিউইয়র্কবাসীর

এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক
ছয়লাখ অতিক্রম করেছে আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা। মারা গেছেন ২৫হাজার ৯২৪জন,আর সুস্থ হয়েছেন ৩৮হাজার ৬৭৫জন।একদিনের ব্যবধানে আমেরিকায় বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। একদিনে নিউইয়র্কে মারা গেছেন ৭৭৮জন। এখানে প্রতিঘন্টায় মারা যাচ্ছেন ৩২জন। একদিনে আমেরিকায় মৃত্যু ২৩১৪জনের।প্রশ্ন দেখা দিয়েছে অবনতি আর উন্নতির এই পার্থক্য ধারাবাহিকতার মাঝে ঘুরে দাড়াতে চান নিউইয়র্কবাসী। এই সপ্তাহ এবং আগামী সপ্তাহে মৃত্যু বেশী হলেও আক্রান্তের হার কমে আসবে বলে মনে করেন সংশ্লিস্টরা। তাদেও ধারনা পূরনো রোগী মারা যেতে পাওে তবে নতুন করে আক্রান্ত কমবে। গতকাল এমন চিত্র দেখা গেছে রাস্তায়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিস্টান খোলার প্রস্ততি চলছে। রাজ্যে লকডাউন কী উঠে যাবে? লকডাউন উঠে যাবে অথবা উঠে যেতে পাওে এমন গুঞ্জনে পাল্টে গেছে নিউইয়র্ক রাস্তার দৃশ্যপট। প্রচুর গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা গেছে,রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ