জুড়ী’তে সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ সুপারের উপহার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

জুড়ী’তে সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ সুপারের উপহার

প্রতিনিধি, জুড়ী:   করোনাভাইরাসের প্রাদূর্ভাবে সারাদেশে চলছে সাধারণ ছুটি। দেশে বর্তমানে একে-একে আক্রান্ত হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকরাও। পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম (বার)। “পুলিশ সাংবাদিক করোনা যুদ্ধে, সবাই আমরা এক কাতারে” এই শ্লোগানকে সামনে রেখে উপহার পাঠান তিনি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাংবাদিকদের জন্য সুরক্ষা সামগ্রী ‘ফেইস শিল্ড’ উপহার, জুড়ী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর কাছে পৌঁছে দেন জেলা পুলিশ সুপার।

৩০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টার দিকে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এর কাছ থেকে এ উপহার সামগ্রী গ্রহণ করেন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাব’র সাবেক সভাপতি মন্জুরে আলম লাল (দৈনিক যুগান্তর), প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ (দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক প্রভাতবেলা), অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক বেলাল হোসাইন (দৈনিক সমকাল), সদস্য আল আমিন (একাত্তরের কথা)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ