টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ৩ ডাকাত নিহত

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মে ৬, ২০২০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ৩ ডাকাত নিহত

 

প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদরসহ তিন শীর্ষ ডাকাত নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ মে) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আব্দুল মজিদের ছেলে নুরুল আলম (৪০), সৈয়দ আলম (৩৫) ও ছব্বি আহমদের ছেলে আব্দুল মোনাফ (২০)।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রঙ্গিখালীর গহিন পাহাড়ে একদল ডাকাত তারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময় পুলিশ ডাকাতের আস্তানায় অভিযান চালায়। পুলিশ ডাকাত দলের আস্তানা ঘেরাও করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ ৫ জন আহত হলে, জানমাল রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৪ ঘণ্টা গুলি বিনিময় হয়। পরে সশস্ত্র ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে ওই তিন যুবকের মৃতদেহ পাওয়া যায়। সেই সাথে ডাকাত দলের আস্তানা থেকে ১৮টি দেশি বিদেশি অস্ত্র, দুই শতাধিক গুলি এবং ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

আরও পড়ুন  বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

ওসি জানান, নিহত ডাকাত সদস্যদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া রয়েছে।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ