ফুলতলি’র ক্ববর জেয়ারতে আমীরে জামায়াত

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

ফুলতলি’র ক্ববর জেয়ারতে আমীরে জামায়াত। সীমান্তের প্রত্যন্ত জনপদে জামায়াত আমীরের ঈদ সফর। নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি জামায়াতের কর্মসূচীতেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পীর,মাজার এর ঘোর বিরোধী জামায়াত। অথচ দলটির প্রধান ফুলতলীর ক্ববর জেয়ারত তারই বাড়ীতে নৈশভোজ করে চমক লাগিয়ে দিয়েছেন। শুধু কি তাই?  আল্লামা হাবিবুর রহমান  এর সাথে সাক্ষাত, রায়পুরী পীর সাহেবের লামার গ্রামের বাড়ি পরিদর্শনসহ সীমান্তঘেষা জকিগঞ্জে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ঈদ সফর বেশ চমক পূর্ণ। ♦প্রভাতবেলা প্রতিবেদক♦
শনিবার( ১৫ মে) কঠিন গোপনীয়তার মধ্য দিয়ে জামায়াত প্রধান এ সফর কর্মসূচী সম্পন্ন করেন।
   লামারগাম রায়পুরী সাহেবের মসজিদে নামাজের পর মুসল্লিদের অনুরোধে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াত আমীর

লামারগাম রায়পুরী সাহেবের মসজিদে নামাজের পর মুসল্লিদের অনুরোধে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াত আমীর

জামায়াত  প্রধানের সফর সঙ্গী ছিলেন, সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের , জেলা আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান , মাওলানা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী , জেলা নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার , থানা আমির মাওলানা জালাল উদ্দিন , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন গোলাম রুকবানী  , বিশিষ্ট ব্যাবসায়ী ইমরান আহমদ চৌধুরী প্রমূখ।
ফুলতলির বাড়ীতে আমীরে জামায়াত

ফুলতলির বাড়ীতে আমীরে জামায়াত

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ঈদুল ফিতরের পরের দিন উপমহাদেশের বিখ্যাত হাদীছ বিশারদ আল্লামা হাবিবুর রহমান কে দেখতে দেশের প্রত্যন্ত এলাকা জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে যান। সেখান থেকে বের হয়ে হাজারিচক গ্রামে শয্যাশায়ী প্রবীণ রুকন সাবেক থানা আমির আব্দুল খালিক মাস্টার এর খোঁজ খবর নেন।
এরপর  বিখ্যাত রায়পুরী পীর সাহেবের লামার গ্রামের বাড়ি পরিদর্শন করেন। সেখান থেকে ফুলতলী সাহেব বাড়িতে গিয়ে মরহুম  আব্দুল লতিফ চৌধুরী  ফুলতলী ’র কবর জিয়ারত করে নৈশভোজে মিলিত হন।
রারাইতে  মুহাদ্দিছ সাহেবের পীড়াপীড়িতে আমীরে জামায়াত মোনাজাত পরিচালনা করেন

রারাইতে  মুহাদ্দিছ সাহেবের পীড়াপীড়িতে আমীরে জামায়াত মোনাজাত পরিচালনা করেন

।  ফুলতলী ‘সাব কিবলার’ বাড়িতে  আমীরে জামায়াতকে   উষ্ণ অভ্যর্থনা -আতিথেয়তা  প্রদান করা হয়।

আরও পড়ুন  সিলেটে করোনায় আরো ১২ জনের প্রাণহাণি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ