ভিন্ন মতাদর্শের ছাত্রনেতার জানাযায় কামরানের সেই কান্না

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০

ভিন্ন মতাদর্শের ছাত্রনেতার জানাযায় কামরানের সেই কান্না

♦আশরাফ হাসান, নিউইয়র্কঃ ♦বদর উদ্দিন আহমদ কামরান l সিলেটের নির্বাচিত সাবেক মেয়র l তুমুল জনপ্রিয় এক নেতার নাম l দল-মতের ঊর্ধ্বে উঠে যিনি ক্যারিশমেটিক নেতৃত্বগুণে স্থান করে নিয়েছিলেন জনগণের হৃদয়ের অন্তঃস্থলে l ভালোবাসা আর দরদী আর্দ্রতার অপার ছোঁয়ায় দলীয় পরিচয়ের সীমাবদ্ধতা পেরিয়ে ব্যক্তি কামরান অন্যরকম আলোয় উদ্ভাসিত l সিলেটে সহিষ্ণু ও উদারনৈতিক রাজনৈতিক ধারার তিনি এক পথিকৃৎ l

সিলেটের জনগণের অকৃত্রিম বন্ধু বদর উদ্দিন আহমদ কামরান হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে l এ এক বেদনাগাঁথা শূন্যতা l ব্যক্তিত্বগুণে তিনি কাছে টানতে পেরেছিলেন সকল দল ও মতের মানুষকে l নয়ের দশকে বিভিন্ন সামাজিক-সাহিত্য সংগঠনের কাজে জড়িয়ে পড়ার সুবাদে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল l বলতেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে দেখা করবেন l

নয় -এর দশকের আরেকজন জনপ্রিয় ছাত্রনেতার জানাজায় তার অশ্রুসিক্ত চেহারা দেখে অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম l সম্পূর্ণ বিপরীত মতাদর্শের হওয়া সত্বেও সেদিন কান্নার ঢল নেমেছিল অনেকের চোখে l কিন্তু মেয়র কামরানের সেদিনকার অশ্রুসজল ফুলে- ফেঁপে ওঠা চোখ-মুখ দেখা হয়তো অনেকটা সহজ ও প্রত্যাশিত ছিলো না l কামরান তার স্বভাবসুলভ ভঙ্গিতে সেই দৃশ্যাবহকেও নিজগুণে সহজ করে নিয়েছিলেন l উদার ও সৃষ্টিশীল ধারার রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য l এঁদের কাছ থেকে ক্ষয়িষ্ণু সমাজের অনেক কিছুই শেখার আছে l আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা করুন l শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা l

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ