সিলেট মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

সিলেট মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

প্রভাতবেলা প্রতিবেদক:

অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, অতিরিক্ত বিল আদায়, আইসিউ পরিচালনায় নানা অনিয়মের দায়ে সিলেটের মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব ৯ এর ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকার হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়ম ধরা পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে। এ সকল অপরাধের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনের সময় অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন অবস্থায় এবং সেখানে নোংরা কাপড়চোপড় পাওয়া যায়।

র‍্যাব কর্মকর্তারা জানান, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ