আমিনুলের অলরাউণ্ড নৈপূণ্যে ইসমাইল এসসিকে গুঁড়িয়ে দিলো হোয়াইট মোহামেডান!

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

আমিনুলের অলরাউণ্ড নৈপূণ্যে ইসমাইল এসসিকে গুঁড়িয়ে দিলো হোয়াইট মোহামেডান!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১৮শ ম্যাচে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে ১৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হোয়াইট মোহামেডান।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (গ্রাউন্ড ২) টসে জয়লাভ করে হোয়াইট মোহামেডানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইসমাইল এসসি। ১২ রানে ১ম উইকেট হারায় হোয়াইট মোহামেডান। এরপর শাওন এবং মেহেদি ৯৮ রান তোলেন ২য় উইকেটে। মাত্র ১৫.২ অভারে ৯৮ রান তুলে ইসমাইল এসসিকে চাপে ফেলে দেয় শাওন-মেহেদি জুটি।

 

১৮.৩ অভারে মেহেদি, ১৯.৩ অভারে শাওন সাজঘরে ফেরেন। তবে ৭-এ নামা আমিনুল দায়িত্বশীল ব্যাটিং করে দলের রানের চাকা সচল রাখেন। অনির্বাণকে নিয়ে ৭ম উইকেটে ৪৩ রান যোগ করেন আমিনুল।

 

নির্ধারিত ৩৫ অভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে ইনিংস সম্পন্ন করে হোয়াইট মহামেডান।

 

শাওন ৫০, আমিনুল ৪৬ (অপরাজিত), মেহেদি ৩৯, অনির্বাণ ১৬ (অপরাজিত), বাপ্পি ১২ রান করেন।

আরও পড়ুন  আইপিএলের সূচি চুড়ান্ত

 

ইসমাইল এসসির তারেক ৩টি, স্বাধীন ২টি, মাহদি ১টি উইকেট লাভ করেন।

 

২০০ রানের বড়ো লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো রকম প্রতিদ্বন্দীতাই গড়তে পারেননি ইসমাইল এসসির ব্যাটাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তিন ব্যাটার হয়েছেন রান আউট!

 

মাত্র ২০.১ অভারেই সব উইকেট হারায় ইসমাইল এসসি, সাকল্যে ৬১ রান তোলে ক্লাবটি।

 

এমরান (১১) এবং ফাহাদ (১১) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি, ৫ জন ব্যাটার খুলতে পারেননি রানের খাতাটাও! অতিরিক্ত থেকে আসে ১৫ রান!

 

আমিনুল বল হাতেও ছিলেন সফল। ৪ অভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। অহিন ২টি, অনির্বাণ এবং রাফি ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হোয়াইট মোহামেডানের আমিনুল।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ