কবি আসাদ চৌধুরীর স্মরণসভা ৫ নভেম্বর

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

কবি আসাদ চৌধুরীর স্মরণসভা ৫ নভেম্বর
কবি আসাদ চৌধুরী স্মরণে কানাডার টরন্টোতে নাগরিক স্মরণসভা হবে আগামী ৫ নভেম্বর। টরন্টোর ৪৯ ফেলস্টিড এভিনিউ’র সেন্ট প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে এ সভা হবে।

 

নাগরিক স্মরণসভায় কবি আসাদ চৌধুরীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা, নাচ, গান এবং কবিতা আবৃত্তির আয়োজন রাখা হয়েছে।

টরন্টোবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে গত ১৫ ও ২৫ অক্টোবর টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে সভা হয়। নাগরিক স্মরণসভা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় কবি দিলারা হাফিজকে আহ্বায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও কবি দেলওয়ার এলাহীকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।

 

গত ৫ অক্টোবর কবি আসাদ চৌধুরী টরন্টোর অশোয়ার লেক রিজ হাসপাতালে মারা যান। পরের দিন টরন্টোর নাগেট মসজিদে জানাজা শেষে মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে টরন্টোতে বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ