সিলেট ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিট’র ২০২১ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইন জুম মিটিং এ ‘বাঁধন’ এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ১৭ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ জামান মুন এবং রাশেদুল ইসলাম রাজু।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতিঃ চিরঞ্জীত কুমার ঘোষ এবং শ্রাবন্তী বণিক, সহ সাধারণ সম্পাদকঃ তানজিমুল ইসলাম সাফোয়ান, সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে পাপড়ি রানী দে এবং আবু শাহিম শাকিল, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক যথাক্রমে এজাজ ইবনে সিনা,মেহেদি হাসান রাকিব,দীপংকর অধিকারী, এবং মোঃ সোহেল রানা এবং ৫ জন নির্বাহী সদস্য এবং এবার কমিটিতে রাখা হয়েছে ৭ জন বিশেষ সদস্য।
বর্তমান কমিটিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন কৃষি প্রোকৌশল ও কারিগরি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাফিস শহীদ ফাহিম।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মেহেদি হাসান খান, অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এবং অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড । ছাত্র উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মাসুদুর রহমান শিবলি, মেহেদি হাসান বাপ্পী, খাদেমুল ইসলাম, জোনায়েদ ইসলাম এবং জাহিদ হোসেন ।
বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২০ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি রেহেছানুজ্জামান চৌধুরী হৃদয় এবং সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ স্মরণ।
উল্লেখ্য, বিগত কমিটির সময়কালে (২০১৯-২০) মোট ২১৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে,যেখানে ৫৩ জন নতুন ব্লাড ডোনার অন্তর্ভুক্ত হয়েছে। এবং ৭৭৮ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি