ব্লু নবাগত’র কাছে পাত্তাই পেলো না স্টার্স ইউনাইটেড!

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

ব্লু নবাগত’র কাছে পাত্তাই পেলো না স্টার্স ইউনাইটেড!

 

তানজীল শাহরিয়ার

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (গ্রাউন্ড ২) ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র শনিবারের খেলায় স্টার্স ইউনাইটেড ক্লাবকে ৪২ রানে হারিয়েছে ব্লু নবাগত ক্লাব।

 

পিচ ভেজা থাকায় ম্যাচটি বিলম্বে শুরু হয়েছে। অভার কমিয়ে ২৮ অভারের ম্যাচ করা হয়। ব্লু নবাগত টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্লু নবাগত’র ব্যাটাররা শুরু থেকে দেখেশুনে ব্যাট করতে থাকেন। অধিনায়ক মাত্রিচ এবং অপেনার মারজান ব্লু নবাগতকে লড়াই করার মত সংগ্রহ এনে দেওয়ার পথ করে দেন।

 

৯ম উইকেটে মাত্র ১৩ বলে ২৬ রানের জুটি গড়েন সিয়াম এবং আবিদ। তাদের এই জুটির সুবাদে ব্লু নবাগত দেড়শো রানের মাইলফলক পেরোয়। নির্ধারিত ২৮ অভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে ইনিংস শেষ করে ব্লু নবাগত।

 

মাত্রিচ ৩৩, মারজান ২৩, সিয়াম ১৯, আবিদ ১৩, অপু ১১, সুমন ১০, রাব্বি ১০ রান করেন।

আরও পড়ুন  বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

 

মুনতাসির ২০ রান দিয়ে ৩টি, সাকিব ৩৬ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। পূজন, মামুন, জয় ১টি করে উইকেট পেয়েছেন।

 

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে স্টার্স ইউনাইটেড। ৩য় অভারে জোড়া আঘাত হানেন আবিদ। দীপু আর পল্লবকে মারজানের তালুবন্দি করিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। স্টার্স ইউনাইটেডের রান তখন ১৪!

 

একপ্রান্তে অপেনার রবিন উইকেট আঁকড়ে পড়ে থাকলেও অন্য প্রান্তে কেউই থিতু হতে পারছিলেন না। অধিনায়ক পূজনও নাতিদীর্ঘ ইনিংস খেলে অপুর বলে মাত্রিচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। নিয়মিত উইকেট পতনের ধারার সামনে তিনিও বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি!

 

২১.৩ অভারে ৭৮ রানে ৮ উইকেট খুইয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্টার্স ইউনাইটেড। ৯ম উইকেটে ৩৬ রান তোলেন সাকিব এবং মামুন। এই রান ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

 

আরও পড়ুন  ক্রিকেট বিশ্বায়নের ভাবনায় আইসিসি নড়েচড়ে বসছে

২৮ অভার ব্যাট করে ৯ উইকেট খুইয়ে সাকল্যে ১১৪ রান করে স্টার্স ইউনাইটেড।

 

সাকিব মাত্র ৩০ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিলো ৪টি ছক্কা। রবিন ২৬, পূজন ১৮ রান করেন।

 

রিফাত ৫ অভার বল করে মাত্র ১৭ রান খরচা করে ৩ উইকেট তুলে নেন। সিয়াম আর আবিদও ২টি করে উইকেট লাভ করেছেন। অপু এবং রাব্বি ১টি করে উইকেট পেয়েছেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ব্লু নবাগত ক্লাবের রিফাত।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ