শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম
প্রতিনিধি, শাবি: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আইকিউএসির একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় অফিসার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আ ফ ম সালাউদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাপস তালুকদার।

কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি পদে উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সহ সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিতরা হলেন, ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, অর্থ ও হিসবা দপ্তরের অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপপরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ) ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।

আরও পড়ুন  ছাত্রলীগের কোন্দলে শাবি বন্ধ ঃ শিক্ষার্থীদের প্রতিবাদ

নির্বাচন কমিশন জানায়, এবার নির্বাচনে মোট ভোটার ছিল ২৭২ জন। এর মধ্যে ২৬৬টি ভোট পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ