ড. আহমদ আবদুল কাদের গ্রেফতার

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

ড. আহমদ আবদুল কাদের গ্রেফতার

প্রভাতবেলা ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁও থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।

মাহবুব আলম বলেন, রাজধানীর আগারগাঁও থেকে ডিবির তেজগাঁওয়ের একটি টিম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে পুরনো কিছু মামলা রয়েছে এবং হেফাজতে ইসলামের সম্প্রতি তাণ্ডবের ঘটনায় যে মামলা হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

আহমদ আবদুল কাদের হেফাজতের নায়েবে আমিরের পাশাপাশি খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্বেও রয়েছেন। এই সংগঠনের যুগ্ম মহাসচিব আলোচিত হেফাজত নেতা মামুনুল হক।

এছাড়া আহমদ আবদুল কাদের একসময় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  পৌর নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানাল বিএনপি

ড. আহমদ আব্দুল কাদেরের ছেলে নাফিজ কাদেরি জানান, সন্ধ্যার দিকে ডিবি পুলিশের লোকজন তার বাবাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আহমদ আবদুল কাদেরকে নিয়ে ঢাকায় হেফাজতের ১৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ