ঢাকাকে ‘প্রতিবেশ সঙ্কটাপন্ন’ ঘোষণা করা উচিৎ: হাইকোর্ট

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

ঢাকাকে ‘প্রতিবেশ সঙ্কটাপন্ন’ ঘোষণা করা উচিৎ: হাইকোর্ট

প্রভাতবেলা ডেস্ক:

দূষণ বিবেচনায় মহানগরী ঢাকাকে ‘প্রতিবেশ সঙ্কটাপন্ন’ ঘোষণা করা উচিৎ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

 

বুড়িগঙ্গা দূষণ রোধ সংক্রান্ত জনস্বার্থে করা এক রিটের শুনানিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ বুধবার এই মন্তব্য আসে।

 

 

এসময় আদালতে শিল্প মালিক সমিতির পক্ষে শুনানি করছিলেন আইনজীবী সিদ্দিকুর রহমান। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। আর রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

 

 

শুনানির এক পর্যায়ে আদালত বলেন: পত্র-পত্রিকায় দেখলাম ঢাকা পৃথিবীর দূষণতম শহরে স্ট্যান্ড করে বসে আছে। দুই না তিন নাম্বারে জানি আছে। এখন প্রতিবেশ সঙ্কটাপন্ন হিসেবে এটিকে ঘোষণা দেওয়া উচিৎ।

 

 

আদালতের এই মন্তব্যেকে সমর্থন জানিয়ে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন: পরিবেশের যদি দুরবস্থা হয় সেক্ষেত্রে ইকোলোজিক্যাল ক্রিটিকাল এরিয়া ঘোষণা করার বিধান আছে পরিবেশ আইনে। এখন যেহেতু ঢাকা সবচেয়ে দুষিত নগরী তাই গোটা ঢাকা শহরটাকেই ইকোলোজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সময় এসেছে।

আরও পড়ুন  কুষ্টিয়াজুড়ে ‘ফণী’ আতঙ্ক

 

 

তবে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের আইনজীবী আমাতুল করিম বলেন: এটা সত্য যে, আমাদের পরিবেশ এখন সুস্থ অবস্থায় নেই। তবে এখনই ঢাকা শহরকে ইকোলোজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সময় এসেছে বলে আমি মনে করি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ