সুজন সুনামগঞ্জ জেলা জেলা কমিটি গঠিত

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

সুজন সুনামগঞ্জ জেলা জেলা কমিটি গঠিত

 

প্রতিনিধি,সুনামগঞ্জ :

সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। সম্মেলনে হোসেন তওফিক চৌধুরীকে সভাপতি ও ফজলুল করিম সাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সোমবার শিল্পকলা একাডেমীর আব্দুল হাই মিলনায়তনে জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সিলেট বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক মাহমুদ চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি নাসরিন আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী।

 

বক্তারা বলেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চায় সংসদের ভেতরে ও বাইরেও বিরোধী দল থাকতে হয়। সংসদের বাইরে নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। তাদের দায়িত্ব হবে সরকারের ভুল-ত্র“টি ধরিয়ে দেওয়া। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে সেলক্ষে কাজ করা। সাথে সাথে স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়েও সুজন কাজ করতে পারে। ২০১৭ সালে সুনামগঞ্জে হাওর ডুবির পরে সুজন কৃষকের পাশে দাড়িয়েছিলো। আগামীতে মানুষের পাশে থাকবে। সুনামগঞ্জে শহীদ মিনার নিয়ে মুক্তিযোদ্ধাদের আন্দোলনের সাথে তারা এতাত্মতা ঘোষণা করেন।

আরও পড়ুন  জুড়ী জায়ফরনগর ইউপি’র ফ্রি অক্সিজেন সার্ভিস চালু

 

বক্তব্য রাখেন, কাউন্সিলর আহমেদ নুর, আশরাফ হোসেন লিটন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, তাহিরপুর উপজেলা সভাপতি সাইদুল কিবরিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, জামালগঞ্জ উপজেলা সভাপতি মিসবাহ উদ্দিন, দিরাই উপজেলা প্রতিনিধি কাজী নুরুল আজিজ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন প্রমূখ।

 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: আলী হায়দার, সহ-সভাপতি আশরাফ হোসেন লিটন, শাহিনা চৌধুরী রুবি, সহ-সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, কাজী নুরুল আজিজ চৌধুরী, আবু সাইদ, কোষাধ্যক্ষ, ফারুক মিয়া, দপ্তর সম্পাদক, শহীদ নুর আহমেদ, প্রচার সম্পাদক আমিনুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাকু চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলেনা আক্তার, নির্বাহী সদস্য নাসরিন আবেদীন, আব্দুল ওয়াদুদ (চেয়ারম্যান), জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান), কুহিনুর বেগম, আলমগীর আহমদ তালুকদার, মাহবুবুর রহমান পীর, খলিল রহমান, মাসুম হেলাল, মাইদুল ইসলাম মামুন, আহমদ নূর, অ্যাডভোকেট আবু বক্কর, মোমেন চৌধুরী, কেবি প্রদীপ দাস, এলাছ উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, কমিটিতে সকল উপজেলা কমিটির সভাপতি জেলা কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন।

আরও পড়ুন  বড়লেখায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ