সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫
♦️ব্যারিস্টার ফারাহ খান♦️
আজ ঐতিহাসিক ২রা মার্চ। আজ সব কিছুর উর্ধে আমি আ স ম আব্দুর রব কে স্মরন করতে চাই, সম্মান করতে চাই। কারণ ১৯৭১ সালের এই দিনে আমাদের স্বাধীনতার বীজ বৃক্ষ, গোপন সংগঠন “নিউক্লিয়াস” এর নেতৃত্বে এবং সিরাজুল আলম খান দাদার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।
বিগত এই কয়েক বছর আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা দিবস পালন করেছে। কিন্তু দু:খের বিষয় হলো এই জীবন্ত কিংবদন্তি বেঁচে থাকা সত্তেও তাকে আমন্ত্রন জানানো হয়নি। যদিও আজ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পতাকা দিবসে আ স ম আব্দুর রব কে আমন্ত্রন করে সম্মানিত করতে চেয়েছিলেন। কিন্তু বয়সের ভারে ও শারিরিক অসুস্থতার কারণে তিনি সেই প্রোগ্রামে যাননি। তবু এত বছর পরে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভ বুদ্ধির উদয় হওয়াতে আমি আনন্দিত।
পতাকা উত্তোলনের পাশাপাশি আরেকটি বড় পরিচয় আছে আ স ম আব্দুল রব এর। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল প্রথম বিরোধী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। দেশ স্বাধীনতার পর যখন বাংলাদেশের নেতা শেখ মুজিবর রহমান শুধুমাত্র তার দল ‘আওয়ামী লীগের নেতা’ তে পরিনিত হলেন, পাশাপাশি গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির মুখে পরতে শুরু করলো, তখনই সিরাজুল আলম খান দাদার হাত ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর যাত্রা শুরু। কিন্তু পরিতাপের বিষয় হলো জাসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কেউই এই দলটি কে ধরে রাখতে পারেননি। যেই জাসদের জন্ম আদর্শের জন্য, সেই জাসদ আদর্শহীন হয়ে ব্যক্তি স্বার্থে বহু ভাগে ভাগ হয়ে গেলো। শুধু তাই নয়, প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই এক সময় এই দল থেকে বের হয়ে গিয়ে অন্য দল করেছিলেন। অবশ্য পরে কর্মীদের এই প্রাণের দলটিকে অন্য নেতারাও ভাগ করেছেন শুধুমাত্র পদ ও ক্ষমতার স্বাদ পাবার যাবার জন্য।
আ স ম আব্দুর রব এখনো বেঁচে আছেন। আমি মনে প্রাণে চাই রব ভাই জীবনের এই শেষ সময় সবকিছু পিছনে ফেলে তার এই পরন্ত বেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) ঐক্যের ডাক দিক। আমি নানা ভাবে নানার মাধ্যমে আমার এই ইচ্ছার কথা গত কয়েক বছরে রব ভাইয়ের কাছে পৌঁছাতে চেষ্টা করেছি। কিন্তু আ স ম আব্দুর রব এর অসুস্থতার অজুহাতে তার আশেপাশে এত শক্ত দেয়াল তৈরি হয়েছে যে আমাদের মত ঐক্যের পক্ষের মানুষদের কথা রব ভাই পর্যন্ত এখন আর পৌঁছায় না। বরং ঐক্যের কথা বলার কারণে নানা মিথ্যা ও বানোয়াট কাহিনী প্রচার করা হয় আমাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য থেকে শুরু করে জঘন্য ভাবে ব্যক্তি আক্রমন করা হয় নেতাদের পোষা কিছু কর্মীদের দিয়ে!
যাইহোক, দেখা না হলে কথা না হলে কি হবে? রব ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক আত্মার। আ স ম আব্দুর রব কে আমি আমাদের রাজনীতির একজন পাহাড়সম নেতা মনে করি। সেই আ স ম আব্দুর রব কে কোন রাজনৈতিক দলের সিট/আসন ছেড়ে দিয়ে দয়া দেখাতে হবে তা আমি বিশ্বাস করতে পারিনা। আবার সেই ছেড়ে দেওয়া আসনে প্রচারনা/মিটিং করতে গেলে রব ভাইয়ের কর্মীদের মার খেতে হবে তা আমি কল্পনাতেও মেনে নিতে পারিনা। কিন্তু আফসোস গতকাল আমরা তাই দেখেছি এবং শুনেছি রব ভাইয়ের রামগতিতে মিটিং করতে দেওয়া হয়নি।
শ্রদ্ধেয় রব ভাই, আপনার আশেপাশের যে দেয়ালগুলোর জন্য আপনার সাথে আমি শত চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনা, আপনার যেই দেয়ালগুলো আপনাকে নেতা-কর্মীদের থেকে দূরে সরিয়ে দিয়েছে, যেই দেয়ালগুলো আপনাকে আমার মত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কে মনে প্রাণে ভালোবাসে এমন মানুষগুলোর আওয়াজ শুনতে দেয়না সেই দেয়ালগুলো ধ্বংস হয়ে যাক এই কামনা করি। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং দোয়া করি আপনি দীর্ঘজীবি হন এবং সবার সকল মান অভিমান ভুলিয়ে জাসদের সকল অংশ কে কাছে টেনে আমাদের কে আবার ১৯৭২ সালেই সেই শক্তিশালী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ পরিনত করুন। অন্যথায় আমাদের কে বলে দেন কিভাবে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সকল অংশ এক হয়ে লক্ষ মুক্তিযোদ্ধার স্বপ্নের এই সোনার বাংলাদেশ, আমাদের গনতন্ত্র, আমাদের স্বাধীনতা রক্ষা করবো..
আমাদের লক্ষ্য জাসদের ঐক্য…।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি