অরুণিমা সান্যাল হয়ে ফিরলেন মিথিলা

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

অরুণিমা সান্যাল হয়ে ফিরলেন মিথিলা

আনন্দ ঝর্ণা ডেস্ক:

কখনও তিনি নাটোরের বনলতা সেন। কখনও অরুণিমা সান্যাল। কখনও তিনিই যেন কবির কবিতা। কখনও কবির সৃষ্ট ‘চরিত্র’ হয়ে ওঠা। এভাবেই আবারও জীবনানন্দ দাশ। আবারও তার সৃ্ষ্ট ‘নারী’কে কল্পনার জগত থেকে মাটির পৃথিবীতে নামিয়ে আনা।

বলছি বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা রশীদের কথা। গত আগস্টে তিনি হয়ে উঠেছিলেন জীবনানন্দের বনলতা সেন। সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে স্নিগ্ধ আলোর মতো ফুটে উঠেছিলেন রঙিন শাড়িতে। খোলা চুল হয়ে উঠেছিল তার আবরণ। ‘পাখির নীড়ের মতো চোখ’ না তুলেই অদ্ভুত মায়া ছড়িয়েছিলেন ফ্রেম জুড়ে।

সেই সাহসী ছবিতে এক দিকে ছিল নেটিজেনদের ঢালাও প্রশংসার বন্যা। বলেছিলেন, ‘আপনাকে বনলতা সেনের চেয়েও সুন্দর লাগছে।’ অন্য দিকে উঠেছিল সমালোচনার ঝড়। এক নেটিজেন লিখেছিলেন, ‘আওয়ামী লীগ সরকার আপনাকে বুঝি ব্লাউজ দেয়নি?’

মিথিলা সেদিন জানিয়েছিলেন, আবারও তিনি ফিরে আসবেন একই ভাবে, একই সাজে। জীবনানন্দের অন্য কোনও কবিতার ‘নারী’ হয়ে।

আরও পড়ুন  অবেলায় চলে গেলেন তাজিন আহমেদ

সেই কথা মতো মিথিলা ফিরলেন। তবে বনলতা সেন নয়, পৌষের শীতে তিনি ফিরলেন অরুণিমা সান্যাল হয়ে। একই ভাবে, একই সাজে। পার্থক্য একটাই। এবারের সাজে কোনো রং নেই। সাদা-কালোর ফ্রেমে মিথিলা শুধুই তার প্রিয় কবির কবিতার চিরন্তনী নারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ