কবি হিমেল বরকত আর নেই

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

কবি হিমেল বরকত আর নেই

প্রভাতবেলা ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল বরকতের বন্ধু ছড়াকার ও প্রকাশক রবীন আহসান।

এর আগে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হলে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনেরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা শেষে হিমেল বরকতের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে রওনা হবেন স্বজনরা। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ