সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
প্রবাস ডেস্ক:
বৌদ্ধভিক্ষুর বেশ ধরে মালয়েশিয়া যাওয়ার পথে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ। অনুপ্রবেশের দায়ে তাদের হাজতে রাখা হয়েছে। চলছে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া।
রবিবার (২৪ সেপ্টেম্বর) থাইল্যান্ডের অনলাইন গণমাধ্যম দ্য থাইগার জানায়, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা প্রদেশের ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাত ব্যক্তির সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক।
তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। ইমিগ্রেশন বিভাগকে ফাঁকি দিতেই তারা বৌদ্ধভিক্ষুর বেশ ধারণ করেছিল।
সাত জনের মধ্যে ৪৬ বছর বয়সি রুপদাহ নামের এক ব্যক্তি ছিলেন তাদের নেতা। তিনি এসব অপরাধের কথা স্বীকার করেছেন।
রুপদাহের দেওয়া তথ্যমতে, দলটি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে। প্রথমে তারা থাইল্যান্ডের তাক প্রদেশের মায়ে সোট জেলায় প্রবেশ করে। এরপর পরিকল্পনা অনুযায়ী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রদেশ নারথিওয়াত কয়েকদিনের যাত্রা বিরতি করে। এ সময় তারা ভিক্ষুর কাপড়ের পরিবর্তে সাধারণ পোশাক পরে বাজারে ঘোরাঘুরি করে। এতে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। নারথিওয়াত অঞ্চলের কোনো সাধারণ মানুষ তাদের সম্পর্কে থাইল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় বলে ধারণা করা হচ্ছে।
ওই সাত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা কবে বাংলাদেশ থেকে মিয়ানমারে এবং মিয়ানমার থেকে থাইল্যান্ডে প্রবেশ করে সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
সূত্র : দ্য থাইগার
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি